• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ ডিসেম্বর ‘অরিয়েট’ আয়োজিত সেশনে যুক্ত হচ্ছেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. সাইদুর রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতিকে বরিশালে বদলি ফুলপুরে পাগড়ী পেলেন বুছ্তানুল কোরআন আবাসিক হাফিজিয়া মাদরাসার ৯ হাফেজ ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ নামীয় ফেসবুক পেজ থেকে অসত্য সংবাদ শেয়ারের অভিযোগ ময়মনসিংহ জেলা প্রশাসকের ফুলপুরের আসফিয়া খান আর নেই ময়মনসিংহ-২ আসনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে মোতাহারের হাতে ফুল তুলে দিলেন যুবদল নেতা আরিফ-মিঠুন ইমাম ও শ্যামলী পরিবহনের দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ ফুলপুর থানার বিদায়ী ওসি মোঃ আব্দুল হাদি বিদায়বেলায় যা বললেন চট্টগ্রামে সিআরএ ‘সম্মাননা স্মারক’ পেলেন কালের কণ্ঠের সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু সড়ক দুর্ঘটনা এঁড়াতে চানপুর ব্রিজ এলাকায় রাস্তা সংস্কার, ফুটওভার ব্রিজ হচ্ছে ফুলপুর হাসপাতালের সামনে

আপনারা সত্য ন্যায় ইনসাফভিত্তিক সংবাদ প্রচার করুন — মুফতি মুহাম্মাদুল্লাহ 

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ  বলেছেন, আপনারা সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সংবাদ প্রচার করুন। মানুষের ৩টা আদালত রয়েছে। বিবেক, আদর্শ ও আল্লাহর আদালত। আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার নিজস্ব বিবেক ও আদর্শ নিয়ে আগান। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘাস ফড়িং রেস্টুরেন্টে আয়োজিত গণমাধ্যমেকর্মী ও সাংবাদিকদের সাথে  মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি অন্যায় করলে আমাকে ধরিয়ে দিবেন। ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক  মোতাহার হোসেন তালুকদার ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দের নাম উল্লেখ করে তিনি বলেন, মোতাহার ভাই অন্যায় করলে তাকে ধরিয়ে দিবেন। বাসার ভাই অন্যায় করলে তাকে ধরিয়ে দেন। এভাবে যারাই আছেন সবাইকে সংশোধন করবেন। যেই হোক তাকে একটি আদর্শবান মানুষ বানিয়ে তাকে নিয়ে আগান। এটাই আমার অনুরোধ; যাতে আমাদের ফুলপুরের উন্নয়ন হয়।
তিনি বলেন, আমার দৃষ্টিতে ময়মনসিংহের মধ্যে সবচেয়ে দুর্বল এলাকা হলো- ফুলপুর-তারাকান্দা। এখানে আমাদের শিক্ষার হার কম। শিক্ষা প্রতিষ্ঠান কম। বহির্বিশ্বে আমাদের লোকজন কম। আমার ইচ্ছা- আমাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন, কৃষকদের জন্য হিমাগারসহ যা প্রয়োজন তা করবো। আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে ফুলপুর তারাকান্দায় এক পয়সা চান্দাবাজি হতে দিব না। এক পয়সা টেন্ডারবাজি হবে না। যে সকল রাস্তা পাকা হয়নি সেগুলো পাকা করা হবে। ব্রিজ কালভার্ট করা হবে। এখনো যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে বিদ্যুৎ পৌঁছাবো। সুন্দর সমাজ বিনির্মাণে যা যা করা প্রয়োজন ইনশাআল্লাহ সবই করা হবে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারো প্রতি জুলুম করা হবে না।
তিনি আরও বলেন, আপনাদের দৃষ্টিতে বড়দল ছোটদল থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে অন্য জেলার কথা বলি না; তবে ময়মনসিংহের ফুলপুর তারাকান্দায় আমার দলের চেয়ে বড়দল আমার কাছে আর নেই। আপনারা যাদের বিএনপির লোক বলেন ওইগুলো আমাদেরই লোক। বিএনপির নেতাকর্মীর কথা বলেন ওইগুলো আমাদের নেতাকর্মী। তিনি আরও বলেন, আমাদের কেউ শক্ত কথা বলতে পারবেন না। কারণ, আমাদের শরীরে কোন কলংক নেই; দাগ নেই। আর এমন বহুদল রয়েছে যাদের প্রার্থী দাগওয়ালা প্রার্থী। দাগ নিয়ে আমাদের সামনে শক্ত কথা বলতে পারবেন না। এর আগে বক্তব্যের শুরুর দিকে উপস্থিত ২৪ জন  সাংবাদিককে সামনে রেখে মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, আপনারা ইচ্ছা করলে জাতিকে ঘুমন্ত রাখতে পারেন আবার ইচ্ছা করলে জাতিকে জাগ্রতও করতে পারেন। গত ১৫ বছর আমাদের মত আপনারা যে নির্যাতিত হননি আমি তা বলব না। আপনারাও নির্যাতিত হয়েছেন। যে কারণে গত ১৫ বছরে আপনাদের কলমে সত্য কথা খুব কম বের হয়েছে। আমাদের দেশ পরিচালনায় যারা ছিলেন তারা যখন দিনকে রাত বলতো, তখন আপনারাও বলতেন- জি হ্যাঁ, রাত। আবার যখন রাতকে দিন বলতো তখন আপনারা বলতেন জি হ্যাঁ, দিন। কারণ, এভাবে না বললে আপনাদের উপর প্রেসার থাকতো। ওই সময়টাতে অসংখ্য সাংবাদিক গুম হয়েছেন, খুন হয়েছেন। অসংখ্য উলামায়ে কেরাম গুম হয়েছেন, খুন হয়েছেন। অসংখ্য ব্যবসায়ী গুম হয়েছেন খুন হয়েছেন। এমন একটা অবস্থা শুরু হয়েছিল যে, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব না আসা পর্যন্ত ক্ষান্ত হয়নি তারা। এসময় সূরা ফীল তেলাওয়াত করে তিনি বলেন, অবশেষে মনে হয়েছিল- স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা, মাদরাসার তালেবে এলেম ও সাধারণ মানুষ যেন আবাবিল পাখির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা আবাবিল পাখির ভূমিকায় অবতীর্ণ হয়ে ওই গজব থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। সবশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের ব্যাপারে যাতে ইনসাফ করা হয়। সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সংবাদ প্রচার করুন। এতে সাধারণ মানুষ সজাগ হবে এবং আদর্শ মানুষকে তারা তাদের এমপি নির্বাচিত করে ফুলপুর তারাকান্দার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। এরপর সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুফতি মুহাম্মাদুল্লাহ।
এর আগে হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদের তেলাওয়াতের মাধ্যমে শুরু মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, তারাকান্দা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সবুর খান, ফুলপুর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আবুল কাসেম,   ফুলপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, তারাকান্দা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হুসাইন খান জিহাদি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমাদুল হক তামিম প্রমুখ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমাদের সঞ্চালনায় এসময় সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল (নিউ নেশন),  নূরুল আমিন (সংবাদ), নাজিম উদ্দিন (যুগান্তর), খলিলুর রহমান (ইনকিলাব), সিদ্দিকুল হাসান (আমার দেশ), তোফাজ্জল হোসেন (অবজারভার), মিজানুর রহমান আকন্দ (মানবজমিন), গোলাম মোস্তফা (কালবেলা), সেলিম রানা (প্রতিদিনের সংবাদ), নাজমুল হাসান রাজন (আলোকিত সকাল), সেকান্দর আলী (বাংলাদেশ টাইমস) ও মো. আব্দুল মান্নান (প্রতিদিনের কাগজ)সহ ২৪ জন সাংবাদিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা