মো. আব্দুল মান্নান :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় গণসংযোগ করলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ হুমাইদী।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে নামেন তিনি। আমুয়াকান্দা ব্রিজ হতে শুরু করে পোস্ট অফিস, বাসস্ট্যান্ড ও গোল চত্বর এলাকা হয়ে থানা পর্যন্ত গণসংযোগ করা হয়। পরে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ হুমাইদী।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন, কুশল বিনিময় করেন ও দোকানপাটে গিয়ে হ্যান্ডবিল বিলি করেন তিনি। জানা যায়, মুফতি মুহাম্মাদুল্লাহ বহু মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ধমীয় ও সামাজিক সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে সাহায্য সহযোগিতা করাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
গণসংযোগ করার এসময় উনার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি পীরে কামিল মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, সহসভাপতি হাফেজ মাওলানা শামসুল হক, মাওলানা ডা. আজহারুল ইসলাম, হাফেজ আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হুসাইন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান, বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ শাহজাহান সরকার, সহ-প্রচার সম্পাদক হাফেজ নোমান, ফুলপুর পৌর শাখার সভাপতি আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমাদুল হক তামিম, সংগঠন সম্পাদক মাওলানা সাব্বির আহমাদ, সিংহেশ্বর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন প্রমুখ।