অনলাইন ডেস্ক :
আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) তাসনীম জাহান, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ -এর ফুলপুর শাখার আমির গোলাম কিবরিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত প্রমুখ।
জানা যায়, এ বছর উপজেলার ৪৬টি পূজামন্ডপে দুর্গোৎসব ও দুর্গাপূজা পালিত হবে।