মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ সরকারি কলেজ রোড নিবাসী ৬নং পয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতির শ্বশুর বিশিষ্ট মুরুব্বি দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব এ. কে. এম তোফাজ্জল হক আর নেই। তিনি আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব এ. কে. এম তোফাজ্জল হক সাহেব আমাকে খুবই সমীহ করতেন। কলেজ রোডে আমার ‘এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসা’ নামে একটি প্রতিষ্ঠান ছিল। তিনি এর একজন অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী ছিলেন। উনার মেয়ের জামাই সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতি ভাইয়ের বড় ছেলেকে এ প্রতিষ্ঠানে ভর্তি করেছিলেন। প্রায় প্রতিদিনই নাতিকে হাতে ধরে নিয়ে আসতেন এবং ছুটির সময় এসে নিয়ে যেতেন। এ সুবাদে বহুবার উনার সুহবত আমরা পেয়েছি। তিনি আমাদের মত ক্ষুদ্র মানুষকে যেভাবে মূল্যায়ন করেছেন এর প্রতিদান কোনদিনও আমরা দিতে পারবো না। দোয়া করি, আল্লাহ তায়ালা উনাকে এর জাযায়ে খায়ের দান করুক এবং উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক। মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলকে জানাজায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।