অনলাইন ডেস্ক :
শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার এক অসুস্থ স্ত্রীকে জিন্দা কবর দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, স্ত্রী খোশেদা (৭০) দীর্ঘদিন ধরে পক্ষাঘাত রোগে আক্রান্ত। ছেলে বিদেশ থাকে আর মেয়ের বিয়ে হয়ে গেছে। এমতাবস্থায় ৮০ বছর বয়সী স্বামী খলিলুর রহমান তার সেবা করতে করতে রাগে গোশ্বায় এক পর্যায়ে বাড়ির সামনে মাটিতে শোয়ায়ে কোদাল দিয়ে মাটি খুদে তার গায়ের উপর ফেলে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করছিলেন। পাষণ্ড ওই স্বামী যখন স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করছিলেন স্ত্রী তখন করুণ সুরে কান্নাকাটি করছিলেন।
এদিকে, পাশেই ওই স্বামীর ভাই বা নিকটাত্মীয় হবে বলে ধারণা করা হচ্ছে, তারা বেশ কয়েকজন মিলে দৃশ্যটি উপভোগ করছিলেন কিন্তু কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসতে দেখা যায়নি।
স্ত্রীর উপর কোদাল দিয়ে মাটি ফেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্ত্রী কান্নাকাটি করার অপরাধে তাকে চড় থাপ্পড় মারতে দেখা যায় ওই ভিডিওতে।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।