অনলাইন ডেস্ক :
জুলাই আন্দোলনে ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদদের কবর জিয়ারত করলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল হোসেন। কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের সাথে তিনি সৌজন্য সাক্ষাত করেন।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) উপজেলার গোয়াতলা, গামারীতলা ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শহীদদের কবর জিয়ারত করেন তিনি। এসময় পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।