অনলাইন ডেস্ক :
তাবলীগ জামাতের চারটি জরুরি এ’লান শুনি।
১৫ আগস্ট (শুক্রবার) সকাল ৯ টা থেকে জুমার আগ পর্যন্ত টঙ্গী ময়দানে তাবলীগে সময় লাগানো ছাত্রদের জোড় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এই জোড়ে ঢাকা শহর ও আশপাশের সময় লাগানো ছাত্রদের জুড়ার ফায়সালা হয়েছে।
একই তারিখে আসর হতে ইশা পর্যন্ত সারা বাংলাদেশের সময় লাগানো সমস্ত শিক্ষকদের জোড় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
১৬ ও ১৭ আগস্ট (শনি ও রবিবার) সারা বাংলাদেশের সাল ও ৩ চিল্লা লাগানেওয়ালা উলামা হাযরাতগণের জোড় অনুষ্ঠিত হবে। বিশ্ব মুরুব্বিগণ সেখানে উপস্থিত থাকবেন, ইনশাআল্লাহ।
এছাড়া আগামী ১৮ আগস্ট সারা বাংলাদেশের প্রত্যেক থানার প্রত্যেক হালকা থেকে ৫ জন করে জিন্মাদার সাথীদের ২৪ ঘন্টার জোড় টঙ্গী টিন শেডে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
জোড় সমূহকে কামিয়াব করার উদ্দেশ্যে জানতুর মেহনত শুরু করি।আল্লাহ পাক আমাদের জান, মাল ও সময়কে দ্বীনের মেহনতের জন্য কবুল করুক।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।