মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ইত্তেফাকুল উলামার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঞ্জুরুল হক, ময়মনসিংহ জেলা উপ-আমেলার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ, ময়মনসিংহ সদর উপ-আমেলার সভাপতি মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের উলামায়ে কেরামের এ সংগঠনটিকে কি আরও উচ্চতায় নিয়ে পৌঁছানো যায় সেসব বিষয়ে আলোচনা করেন। এছাড়া শায়খে বালিয়া আল্লামা গিয়াছ উদ্দিন (রহ.)সহ এ সংগঠনের নেতৃবৃন্দের স্বপ্ন ছিল কি করে এটাকে একটি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত করা যায়; সেই লক্ষ্যে তারা কাজ করে আসছিলেন। আলহামদুলিল্লাহ গত বছর ময়মনসিংহ তালতলা দারোগা বাড়ি সংলগ্ন এলাকায় এর স্থায়ী কার্যালয়ের জন্য ৭.৩ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। ওই জমি ক্রয় বাবদ আনুমানিক ৬০-৭০ লক্ষ টাকা বাকি আছে। এছাড়া এখানে একটি মনমত স্থাপনা করার জন্যেও টাকা পয়সা দরকার। বক্তারা এ ব্যাপারে দাতা সদস্য ও অর্থ সংগ্রহ করা বিষয়ে বক্তব্য রাখেন। ফুলপুরে আগে ১৯ জন সদস্য ছিলেন। আজ আরও ১০-১২ জন নতুন করে সদস্য পদ গ্রহণ করেছেন।
এসময় ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহর সঞ্চালনায় ও ক্বারী সুলতান আহমাদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বালিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আনোয়ারুল ইসলাম, শায়খে বালিয়ার খলিফা জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.)-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, কাইচাপুর মাদরাসা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মুহিউদ্দীন, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম জালাল উদ্দিন, গোদারিয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আবুল কাসেম, তিলাটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ইয়াহইয়া, গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হুসাইন, হাফেজ শাহজাহান সিরাজী, হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, মরহুম পীর আল্লামা শরফুদ্দীন (রহ.)-এর সাহেবজাদা মুফতী হিফজুর রহমান, দারুল ইহসান এক্সিলেন্ট মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান,
বাইতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, দারুল আরকাম মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, রমিজিয়া মহিলা মাদরাসার পরিচালক ক্বারী সুলতান আহমাদ ফুলপুরী, দিউ ইসলামিয়া মহিলা মাদরাসার পরিচালক মুফতী ইখলাস উদ্দিন, গোদারিয়া মাদরাসার উস্তাদ মুফতী আমীর উদ্দীন, দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক হাফিজিয়া মাদরাসার পরিচালক মুফতী আব্দুল্লাহ আল মাসুক প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর উনারা তারাকান্দায় আরেকটি সভায় যোগদান করবেন বলে জানা গেছে।