মো. আব্দুল মান্নান :
‘ফুলপুরে ঈদের দিন সড়কে নিহত নওমুসলিম মোতালেবের পরিবারের আজও খবর নেয়নি কেউ’ শিরোনামে ‘দৈনিক বাংলাদেশ নিউজ’-এ সংবাদ প্রকাশ ও Abdul Mannan ফেইসবুক আইডি থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পর খাদ্য সামগ্রী নিয়ে মোতালেবের পরিবারের সদস্যদের দেখতে গেলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক।
মঙ্গলবার (১০ জুন) বিকালে কিছু খাদ্য সামগ্রী নিয়ে গোদারিয়া গ্রামে নওমুসলিম মোতালেবের পরিবারের সদস্যদের দেখতে যান তিনি। সেখানে গিয়ে তিনি কথা বলেন নিহত আব্দুল মোতালেবের স্ত্রী পারভীনের সাথে। এসময় তিনি তাদের জন্য নেওয়া কিছু খাদ্য সামগ্রী পারভীনের নিকট হস্তান্তর করেন।
এছাড়া পরবর্তীতে বিভিন্ন সুযোগ সুবিধা করে দিবেন বলে তিনি তাদের আশ্বাস দেন।