মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে দিউ পূর্বপাড়ায় অবস্থিত এ. কে. এম ফজলুল হক (দুদু মিয়া) অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশিকুল হক মানিকের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বিকালে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। অতিথিরা প্রতিবন্ধীদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এসময় ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ. কে. এম সিরাজুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ. কে. এম সাদেকুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার সেক্রেটারি জাকির হোসেন মাস্টার, সিনিয়র সাংবাদিক উপজেলা বিএনপির সদস্য নুরুল আমিন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি এ. কে. এম আরিফুল হক, ফুলপুর উপজেলা যুবদলের আইকন, ফুলপুর সরকারি ডিগ্রী কলেজের আহ্বায়ক মিজানুর রহমান হীরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ফুলপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি লন্ডন প্রবাসী এমদাদুল হকের দিক নির্দেশনায় ঈদানন্দকে সবার মাঝে ভাগ করে দিতে ও ঈদকে আরও মানবিক আনন্দমুখর ও প্রাণবন্তকর করে তুলতে আশিক এ উদ্যোগ গ্রহণ করেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বিদ্যালয়ে গিয়ে পৌঁছলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।