মো. আব্দুল মান্নান :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেখে সড়কে আহত ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরী রবি দাসের কন্যা ললিতা রানী (১৭)-এর পাশে দাঁড়ালো ডিজিটাল মার্কেটিংয়ের তরুণ উদ্যোক্তা পাউস কেয়ারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। মামুন আজ মঙ্গলবার (৩ জুন) বিকালে ললিতাকে ১ লক্ষ টাকা অনুদান দেন। অনুদান হস্তান্তরের সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, মোস্তফা খান, মিজানুর রহমান আকন্দ, নাজমুল হাসান রাজন, রেজা মুসাফির, খাদিমুল হাসান সুমন, পাউস কেয়ারের মেনেজার জিহাদ, আইসিটি কর্মকর্তা রাকিবুল হাসান, ললিতা রাণীর বাবা রবি দাস, তার ভাই চন্দন রবি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, কিছুদিন আগে সড়ক দূর্ঘটনায় মারাত্নকভাবে আহত হন ললিতা। এতে তার উরু ও নিতম্বের দুই পাশের পুরো মাংস ছিড়ে যায় এবং গভীর ক্ষতের সৃষ্টি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিদিন তার চিকিৎসা বাবদ ৪ হাজার টাকার বেশী খরচ হয়। কিন্তু এ খরচ কেমনে বহন করবে ললিতা রানীর বাবা দরিদ্র স্কুল দপ্তরি রবি দাস? খুবই দুঃশ্চিন্তায় ভুগছিলেন তিনি। পরে বিষয়টি সাংবাদিক নাজমুল হাসান রাজনের সাথে আলাপ করলে তিনি ‘একটি মেয়ের বেঁচে থাকার আকুতি’ শিরোনামে স্ট্যাটাস দেন। পরে বিষয়টি আব্দুল্লাহ আল মামুনের নজরে পড়ে।