নিজস্ব সংবাদদাতা :
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর স্থায়ী অফিস হচ্ছে শহরের তালতলা এলাকায়। এ উপলক্ষে আজ রবিবার (২৫ মে) এক খন্ড নিজস্ব জমি ক্রয় করা হয়েছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ইত্তেফাকের কেন্দ্রীয় অফিসের জন্য উলামায়ে কেরাম তাদের নিজস্ব অর্থায়নে ওই জমি ক্রয় করেন। দলিলে সই করেন আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদী।
এসময় প্রফেসর মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মাওলানা আমীর ইবনে আহমদ, মাওলানা মানাযির আহসান তাবশির, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, বহু মানুষের কষ্ট ও ভালবাসার প্রতিষ্ঠান ইত্তেফাকুল উলামা। ইত্তেফাকের একটা নিজস্ব জমি, একটা নিজস্ব ভবন এ সংগঠনের কর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এ স্বপ্নের অনেকটাই আজ বাস্তবে রূপ পেয়েছে। এখন পরবর্তী স্বপ্ন হলো একটি সুবিশাল ইমারত। উলামায়ে কেরাম আশা করছেন এটিও হয়তো খুব শীঘ্রই বাস্তবায়িত হবে।
জানা যায়, মাওলানা মনসুরুল হক খান রহঃ আমৃত্যু ইত্তেফাকুল উলামার সেক্রেটারি ছিলেন। সংগঠনের একটি নিজস্ব জমি তাঁর স্বপ্ন ছিলো। এছাড়া শায়খে বালিয়া আল্লামা গিয়াছ উদ্দিন (রহ.)সহ আরও হাজারো উলামায়ে কেরামের প্রাণের প্রতিষ্ঠান এটি। এর পরবর্তী কাজ আল্লাহ তায়ালা সহজ করে দেওক। যারা এর জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন আল্লাহ তায়ালা তাদেরকে জাযায়ে খায়ের দান করুক।