• শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ এ. কে. এম আমিনুল হক বিশ্ব পরিস্থিতিতে ইসলামের বাস্তব প্রয়োগ দেখতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম এখন আফগানিস্তানে ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর গণসংযোগ মিনি পার্ক হচ্ছে ফুলপুরে ফুলপুরে কিশোরী সচেতনতা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ফুলপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আসন্ন দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ফুলপুরে প্রস্তুতি সভা ফুলপুরে সীরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভা ৩৩ বছর পর জাকসু নির্বাচন, ভিপি জিতু, জিএস মাজহার ডাকসু নির্বাচনে সংবাদ কাভার করতে গিয়ে মৃত শিবলীর পরিবারের পাশে দাঁড়ালো ছাত্র শিবির

পারিবারিক কলহের কারণে নিজের জীবন বিসর্জন দিলেন এএসপি পলাশ সাহা

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

অনলাইন ডেস্ক :

পারিবারিক কলহের কারণে শেষ পর্যন্ত মাথায় পিস্তল ঠেকিয়ে  নিজের জীবন বিসর্জন দিলেন এএসপি পলাশ সাহা। আজ বুধবার (৭ মে) দুপুরে চট্টগ্রামের চানগাঁও ক্যাম্পে নগরীর বহদ্দারহাটে তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা টের পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, পলাশ সাহার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি  বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। কোনো কিছুরই অভাব ছিল না তার। সবই ছিল শুধু ছিল না পরিবারে শান্তি। মা ও স্ত্রী দুজনের মধ্যে অমিল ছিল। তবে তিনি দুজনকেই অত্যন্ত ভালবাসতেন। কিন্তু পলাশের স্ত্রী তার মাকে মেনে নিতে পারছিলেন না। পলাশ সাহার ভাই জানালেন, পলাশ সাহার স্ত্রী তার মাকে সহ্য করতে পারতেন না। তার স্ত্রীর দুর্ব্যবহারে মা গ্রামে চলে যেতে চাইলেও পলাশ মাকে যেতে দেয়নি। এদিকে তার স্ত্রীও তার মাকে মেনে নিতে পারেনি। ফলে সবসময় ঝগড়া হতো। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন।  জানা যায়, পলাশ সাহা অত্যন্ত মেধাবী ছিলেন। সাব-রেজিস্টার, AD, ASP সহ অনেকগুলো ১ম শ্রেণির চাকুরি হয়েছিল তার। কিন্তু তিনি পুলিশের চাকরিটি বেছে নেন।  সর্বশেষ তিনি  RAB-7 -এ কর্মরত ছিলেন।

কিন্তু পারিবারিক কলহের কারণে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি এ অফিসার। অবশেষে নিজের পিস্তল দিয়ে নিজেই  শেষ করে দিলেন নিজেকে।

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা