মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম বেশ কয়েকদিন যাবৎ গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে ও সার্বিক খোঁজখবর নিতে প্রায় প্রতিদিনই হাসপাতালে ভীড় জমাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) এই অধ্যক্ষকে পিজি হাসপাতালে দেখতে যান ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক এমদাদ হোসেন খান, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য জুয়েল হাসান, কলেজের প্রফেসর তমুল, গোলাম মোস্তফা প্রমুখ। পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।