মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ২৭ মার্চ রহস্যজনকভাবে একইসাথে ৫টি গরু মরে যায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরস্বল্পা গ্রামের কৃষক মো. আলম হোসেনের। এতে তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। তার গৃহপালিত ২ টি অন্ত:স্বত্তা গরুসহ মোট ৫টি গরু রহস্যজনকভাবে মারা যায়।
এ ক্ষতি থেকে উত্তরণের চিন্তায় ভেঙে পড়েছেন কৃষক আলম হোসেন। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত এ পরিবারের পাশে দাঁড়ান।
ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসন থেকে আজ শনিবার (২৯ মার্চ) ত্রিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উনার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, ব্যবসায়ী নেতা গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, স্বেচ্ছাসেবক প্রমুখ উপস্থিত ছিলেন।