মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি। বৃহস্পতিবার (২০ মার্চ) ময়মনসিংহে জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ফেব্রুয়ারী ২০২৫) অনুষ্ঠিত হয়। ওই সভায় সার্বিক কর্মমুল্যায়ন করে পুলিশ সুপার তাকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, ফুলপুর থানায় কর্মরত সকল সহকর্মী যাদের কর্মের যোগফলই আজকের এ অর্জন। এ অর্জনের পেছনে ময়মনসিংহের পুলিশ সুপার স্যারসহ উর্ধতন সকল কর্মকর্তাদের দিক নির্দেশনা ও সহযোগিতা রয়েছে। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি ফুলপুরবাসীকে, যারা আমাদের কাজে কর্মে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ফুলপুরকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে আমরা দৃঢ় প্রত্যয়ী। এতে সকলের সহযোগিতা কামনা করছি।