নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের তারাকান্দায় নতুন ইউএনও জাকির হোসাইন। তিনি আজ বৃহস্পতিবার (২০ মার্চ) যোগদান করেছেন। এর আগে ইউএনও ছিলেন নাজনীন সুলতানা।
উনার বদলী হওয়ায় জাকির হোসাইনকে তারাকান্দায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়। আজ বৃহস্পতিবার নাজনীন সুলতানাকে বিদায় ও নতুন ইউএনও জাকির হোসাইনকে বরণ করা হয। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও নাজনীন সুলতানা, সদ্য যোগদানকারী ইউএনও জাকির হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) সৈযদা তামান্না হুরায়রা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুনিমা কঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ লৌহ, উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন প্রমুখ। উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন
চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।