মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)-এর মেয়র মো. ইকরামুল হক টিটু ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে তিনি নগরীর বিভিন্ন সড়কে হেঁটে হেঁটে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
পান দোকানদার, মুদি দোকানদার, শিশু, যুবক ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তিনি হাতে হাত মিলান ও খোশ আলাপন করে সার্বিক খোঁজ খবর নেন। অনেকের বাচ্চাকে তিনি কোলে নিয়ে আদর করেন।
এতে সাধারণ মানুষ মেয়রের প্রতি খুশি হন। তারা মেয়রের ভূয়সী প্রশংসা করেন।
এসময় বিভিন্ন জনের পক্ষ থেকে মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।