মো. আব্দুল মান্নান
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে যানজট নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলা কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। হালুয়াঘাট বাজার, ধারা বাজার, ও নাগলা বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারকে যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম।
এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, নাদিম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বাস মালিক সমিতি, সিএনজি, মাহেন্দ্র অটোরিকশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।