মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে ফুলপুর থানা পুলিশের উদ্যোগে থানা ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংক কর্মকর্তাদের সাথে ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষে ব্যাংকের লেনদেনসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এসময় ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) বন্দে আলী, থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া,
বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা মাহামুদুল হাসান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ফুলপুর শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. আল আমীন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফুলপুর শাখার এসপিও মো. জিয়া উদ্দিন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড -এর দ্বিতীয় কর্মকর্তা মো. শরিফুল আলম, কর্মসংস্থান ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা সিনিয়র অফিসার ওমর ফারুক, ব্র্যাক ব্যাংক পিএলসি, ইউনিট ইনচার্জ মো. আতিকুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসি -এর এসপিও ব্যবস্থাপক দীপক ভৌমিক, সোনালী ব্যাংক পিএলসি -এর প্রিন্সিপাল অফিসার সাকিম আহাম্মদ, গ্রামীণ ব্যাংক ফুলপুর শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক / উচ্চতরমান মো. আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।