মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ৭ উপজেলার ইউনিয়ন প্রশাসকদের নিয়ে জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ময়মনসিংহ -এর উপপরিচালক মোঃ আশিক নুর। সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এসময় ফুলপুরসহ তারাকান্দা, হালুয়াঘাট, ধোবাউড়া, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা করা হয়। ময়মনসিংহ জেলার জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অগ্রগতি আনতে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।