মোঃ আব্দুল মান্নান :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখার সভাপতি কাইচাপুর মাদরাসা মসজিদের খতীব হাফেজ মাওলানা মুহিউদ্দিন বলেছেন, এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখা ও ফুলপুর পৌর শাখার যৌথ উদ্যোগে আর রাইয়্যান জামে মসজিদে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতি মাসে আমরা যে এয়ানত জমা দিয়ে থাকি এর সাথে আরও কিছু যোগ করলে আমরা সমাজ ও ইমামদের উন্নয়নে কাজ করতে পারি।

তালীম তরবিয়ত সম্পাদক মুফতী নজরুল ইসলাম বলেন, ইউএনও অফিস ও থানাসহ বিভিন্ন দপ্তর প্রধানদের নিকট জাতীয় ইমাম সমিতির সদস্যদের নামের তালিকা পাঠানো উচিৎ। উনাদের নিকট তালিকা না থাকলে তারা আমাদেরকে কোন দায়িত্ব দিতে চাইলে বা কোন মিটিংয়ে আহ্বান করতে চাইলে কিভাবে করবেন। এছাড়া তিনি বলেন, জাতীয় ইমাম সমিতিকে ইমামদের কল্যাণে কাজ করতে হবে। এসময় এ মহতি উদ্যোগের সাথে যুক্ত হতে উপজেলা প্রশাসন ও ধনাঢ্যদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়।
এসময় জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নোমান সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন — জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান,

সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল ফাতাহ কাউছার, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, তালীম তরবিয়ত সম্পাদক মুফতী নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতী খালিদ সাইফুল্লাহ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহসমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, ফুরকানিয়া মক্তব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুল ইসলাম, মসজিদ পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা আবুল মনসুর, আইসিটি সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি ফুলপুর পৌর কমিটির সভাপতি মুফতী আব্দুল্লাহ আল মাসুক, সাধারণ সম্পাদক মাওলানা যোবাইর, মুফতী ইখলাস উদ্দিন, মাওলানা আবুল খায়ের, মাওলানা নূরুল্লাহ হাবীব, হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা এনামুল হাসান, মাওলানা লাবীব আব্দুল্লাহ প্রমুখ।