• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জামিয়া দারুল আরকাম তাহফিজুল কুরআন মহিলা মাদরাসা ও রওজাতুল আতফাল নূরানী কিন্ডারগার্টেন বালক/বালিকা শাখা, হালুয়াঘাট রোড, ফায়ার সার্ভিস মোড় খাদ্য গুদামের বিপরীত পার্শ্বে -এর উদ্যোগে আয়োজিত খতমে বুখারী শরীফ উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বাদ যুহর ওই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বয়ান করেন নান্দাইলের শায়েখ পীরে কামেল শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুম। তিনি নিয়ত ও যিকির সম্বন্ধে গুরুত্বপূর্ণ বয়ান করেন। বুখারী শরীফের শেষ হাদীস পড়ার সময় একজন ছাত্রী কান্নায় ভেঙে পড়েন। হুজুর বলেন, মেয়েরা অত্যন্ত নরম দিলের অধিকারী। তারা মহব্বতের সাথে হাদীস পড়েন। আমরা বিভিন্ন মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে যাই কিন্তু ছেলেদের বেলায় এমনটি দেখা যায় না। গেলেও খুব কম। এসময় তিনি যে কোন কাজ করার আগে নিয়তকে বার বার সহীহ করে নেওয়ার জন্য তাগিদ প্রদান করেন এবং যে কোন জিনিস হাসিল করতে হলে তিনি বেশি বেশি যিকির করার পরামর্শ দেন। এর আগে ফারেগীন ছাত্রীদের জন্য অভিভাবকদের হাতে ক্রেস্ট উপহার ও পীর সাহেব নান্দাইলের জন্য পাগড়ি প্রদান করা হয়।


এসময় সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ছনকান্দা বাজার জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন, জামিয়াতুল হুমাইরা লিল বানাতের মুহতামিম হাফেজ মাওলানা ইয়াহইয়া, জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়ার মুহতামিম মাওলানা আওলাদ হুসাইন, অত্র মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শুয়াইব, জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি আমির উদ্দিন, আল জামিয়াতুল ইসলামিয়া মহিলা মাদরাসার মুহতামিম মুফতি ইখলাস উদ্দিন, অত্র মাদরাসার মুহাদ্দিস মুফতি অলি উল্লাহ, মোকামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আশেকে কিবরিয়া হারুন, অত্র মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনোয়ার, নিউ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী ফখরুল ইসলাম, দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা কাউছার আহমাদ, বাইতুন নূর জামে মসজিদ, শেরপুর রোড-এর ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিল বাস্তবায়নে ছিলেন- মাওলানা হাবিব বিন ইউসুফী, মুফতি আব্দুল্লাহ আল মাসুক, মুফতি আবুল খায়ের ও মুফতি লাবিব আব্দুল্লাহ (জসিম)। সবশেষে আবেগাপ্লুত কণ্ঠে মুনাজাত পরিচালনা করেন আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুম, পীর সাহেব, নান্দাইল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা