মোঃ আব্দুল মান্নান :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আগস্ট বিপ্লবের সামনের সারির অন্যতম যোদ্ধা ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর খুনির ফাঁসির দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, গত শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসী ফয়সাল ও তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। পরে তাৎক্ষনিকভাবে হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ট্রান্সফার করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় হাদীকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে চিকিৎসা চলমান থাকা অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার এ মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং জুলাই জাগরণ ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। জনতা হাদীর খুনিকে দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান।
এরই প্রেক্ষিতে আজ শুক্রবার ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাসস্ট্যান্ডে, শেরপুর রোডে ও গোল চত্বর এলাকাসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ-২ আসনে এমপি পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহর নেতৃত্বে ও এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী শাহ সুলতান মৃধার নেতৃত্বে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে সর্বস্তরের জনতা অংশ নেন। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। তারা বলেন, আমরা সবাই হাদী হবো। ভারতীয় আগ্রাসন ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। ভারত কেন খুনি পালে। এসময় উপস্থিত প্রধান বক্তা বলেন আজ তৌহিদী জনতা কাফনের কাপড় পড়ে অংশ গ্রহণ করেছেন।
তারা আরও বলেন, অবিলম্বে হাদীর খুনিকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।