মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে নতুন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আনুষ্ঠানিকভাবে আজ রবিবার (১৪ ডিসেম্বর) যোগদান করেছেন।
নতুন এসিল্যান্ডকে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন এসিল্যান্ড যোগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে উনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

উল্লেখ্য, সাবেক সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি হয়েছেন।