হুমায়ুন কবীর মুকুল :
ময়মনসিংহের ফুলপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) ফুলপুর
বাসস্ট্যান্ড এলাকায় পোস্ট অফিস সংলগ্ন নির্মিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমাসহ প্রশাসনের কর্মকর্তাগণ। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক এমদাদ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আমিন প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘জাতিকে ব্যর্থ করাই ছিল স্বাধীনতা বিরোধীদের লক্ষ্য। এখন সময় হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবসের চেতনা ধারণ করে আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দেওয়া এবং সব ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার।’
* লেখক : সিনিয়র সাংবাদিক
অনলাইন থেকে সংগৃহীত।