নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ফুলপুরে ‘ফুলপুর মুক্ত দিবস’, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ও বেগম রোকেয়া দিবস ২০২৫’ পালিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর এসব দিবস উদযাপন করা হয়।
ফুলপুর মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।
এছাড়া যথাযথ নিয়মে বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কোন পুরষ্কার বিতরণ করা হয়েছে কি না তা জানা যায়নি।

এর আগে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ছিল ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’। ১০ ডিসেম্বর এ কর্মসূচির সমাপ্তি টানা হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে এসব দিবস উদযাপন করা হয়। এতে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গুণীজন উপস্থিত ছিলেন।