অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক বর্তমানে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ. কে. এম আমিনুল হক।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামে উনার নিজ বাড়ি সংলগ্ন ‘আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন’-এর কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি শিক্ষকদের সাথে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, নির্বাচনী পরিকল্পনা ও স্থানীয় উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন।
জানা যায়, তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বর্তমানে ড্যাবের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাসহ বিভিন্ন মেডিকেল সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার সাথে তিনি জড়িত।
মতবিনিময় সভায় ডা. এ. কে. এম আমিনুল হক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। এ এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। ক্ষমতায় এলে ফুলপুর ও তারাকান্দার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।
এ সময় পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকনের সঞ্চালনায় ডা. এ. কে. এম আমিনুল হকের ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. মো. আজিজুল হক, ড্যাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকার মার্কস মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সাঈদ, শিক্ষাবিদ মো. মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পয়ারী ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন, ফুলপুর বালিকা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।