আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
‘নবগঠিত কমিটিতে সদস্য অন্তর্ভুক্তিতে কিছু ত্রুটি নজরে এসেছে, এগুলো দ্রুত সমাধান করা হবে’
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির 'নবগঠিত কমিটিতে সদস্য অন্তর্ভুক্তিতে কিছু ত্রুটি নজরে এসেছে' বলে জানিয়েছেন নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ মাগরিব উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ডেকে ফুলপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অবগত হয়েছেন যে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধীনস্থ ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ আড়াই বছর কমিটি ছিল না।

বহু প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শরীফুল আলম, ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এ কমিটি উপহার দেন। এজন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে নবগঠিত উপজেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান আরও বলেন, আমরা আপনাদের মাধ্যমে বিএনপির (পদবঞ্চিত নেতাকর্মীসহ) সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই যে, আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো, ইনশাআল্লাহ।
এসময় নিজেদের ত্রুটি স্বীকার করে ও দুঃখ প্রকাশ করে এই নেতা তার লিখিত বক্তব্যে আরও বলেন, 'নবগঠিত কমিটিতে সদস্য অন্তর্ভুক্তিতে কিছু ত্রুটি নজরে এসেছে।' যা নিয়ে আমরাও মর্মাহত হয়েছি। আমরা (পদবঞ্চিতদেরসহ) ফুলপুরবাসীকে আশ্বস্ত করতে চাই যে, নবগঠিত কমিটির ত্রুটিগুলো যাচাই বাছাইপূর্বক উর্ধতন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।
এসময় উনার সাথে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.