আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫
মো. আব্দুল মান্নান :
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) -এর ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শামীম আজাদ (পরাগ)-কে আহ্বায়ক, কাউসার হাসান মিয়াদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. রাকিবুল হাসান মুসাফিরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ অর্কের সুপারিশে সংগঠনের চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ (ফাইজাল), মহাসচিব সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন ও প্রধান সমন্বয়ক স্কোয়াড্রন লিডার (অব.) মুহাম্মদ ওয়াহিদ উন নবী শনিবার (৮ ফেব্রুয়ারি) এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক ১০ জন যথাক্রমে রিয়াজ তালুকদার, দোস্ত মোহাম্মদ তানভীর, মো. মনিরুল ইসলাম মনির, মারুফ হাসান, ইব্রাহীম খলিল, মো. শহীদুল্লাহ্ হাসান, নাফিজ ফয়সাল, মো. ইবরাহীম খলিল, মো. শাহান শাহ ও মো. আহসান হাবীব আনিস, সদস্য ৮ জন যথাক্রমে সেজান মিয়া, আল আমিন সরকার-১, রুবেল তালুকদার, ওমর ফারুক রিয়ান, আলামিন সরকার-২, মাহমুদুল হাসান, আল আমিন ও আলামিন মড়ল। নবগঠিত এ কমিটিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.