আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এসি গাড়িতে সাডেন প্রবলেম! প্রাণ নাশের আশংকায় দরজা ভেঙে যাত্রী উদ্ধার
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫
এসি গাড়িতে সাডেন প্রবলেম! প্রাণ নাশের আশংকায় দরজা ভেঙে যাত্রী উদ্ধার
মো. আব্দুল মান্নান :
ইউনাইটেড এসি (ঢাকা মেট্রো- ব, ১২-২৫৫২) গাড়িতে সাডেন প্রবলেম বা হঠাৎ একটি দুর্ঘটনা ঘটেছিল। পরে প্রাণ নাশের আশংকায় গাড়ির দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলার মাওনা পল্লী বিদ্যুতের আঞ্চলিক জোনাল অফিসের বিপরীতে আল মাদীনা চিড়ামুড়ির মিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
গাড়িটি আড়াইটায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসে। পথে হঠাৎ এসি বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা অস্থিরতা ফিল করছিলেন। এসি ছাড়তে বললে সুপার ভাইজার যাত্রীদের সাথে রাগে ও কর্কশ গলায় কথা বলে জানান যে, সমস্যা হয়েছে বলেই তো এসি বন্ধ হয়েছে। এত অস্থির হয়েছেন কেন? এসি কি ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে? এমনকি নামাজী চালকের সাথেও চটে যাচ্ছিল সুপার ভাইজার। পরে গাড়িটি সাইড করেন চালক। সাইড করার পর দরজা খুলতে চাইলে দরজা খোলা যায়নি। অনেকটা সময় চেষ্টা করেও দরজা খুলতে না পারলে গরমে অতিষ্ঠ হয়ে যান যাত্রীরা এবং গাড়িতে আগুন লেগে যেতে পারে বলে আশংকা করতে থাকেন কেউ কেউ। এমনকি জীবন নাশের আশংকা অনুভব করতে থাকেন যাত্রীরা। এক পর্যায়ে গাড়ি থেকে বের হওয়ার জন্য জানালার গ্লাস ভাঙতে উদ্যত হচ্ছিলেন তারা। কিন্তু সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করা হয়। গাড়িটিতে শিশু ও মহিলা যাত্রীসহ প্রায় ২০ জন যাত্রী ছিলেন। সেলিম নামে মুক্তাগাছার একজন পুলিশ ওই গাড়িতে ছিলেন। প্রতিবেদক নিজে ও ফুলপুর পৌরসভার দিউ প্রধানী বাড়ির মাওলানা আজহারুল ইসলাম দুলাল বিশ্ব ইজতিমা থেকে ফেরার সময় জ্যাম ও ভীড় এঁড়াতে যাত্রী হয়েছিলেন এই এসি গাড়ির। পরে নিরুপায় হয়ে ৯৯৯ -এ কল করে পুলিশের সাহায্য চাওয়া হয়। পুলিশ আসতে আসতে চালক তার ডান পাশের জানালার একটু ফাঁক দিয়ে সুপার ভাইজারকে নিচে নামিয়ে দরজার নাট খোলার জন্য যন্ত্র আনান। কিন্তু তাতেও কাজ না হলে চালক, হেলপার ও যাত্রীরা মিলে দরজার এক সাইড ভেঙে ফাঁক করে যাত্রীদের বের করা হয়। পরে পুলিশকে পুনরায় যাত্রীদের বের হওয়ার খবর জানালে তারা আর ঘটনাস্থলে আসেননি।
পরে দীর্ঘ সময় পর এক্সপার্ট এনে গাড়ি ও এসি মেরামত করে ইশার পর যাত্রীদের ময়মনসিংহে পৌঁছানো হয়। এসময় যাত্রীরা বলেন, এ ধরনের গাড়িতে আরও উন্নত, এক্সপার্ট ও প্রশিক্ষণ প্রাপ্ত সুপার ভাইজার প্রয়োজন। যাত্রীদের সাথে রাফইউজ করে, সাডেন প্রবলেম সলিউশনে ব্যর্থ হন, এমন সুপার ভাইজার বা হেলপার এ ধরনের গাড়িতে আনএক্সপেকটেড, অপ্রত্যাশিত বা বেমানান। বিষয়টির প্রতি নজর দেওয়ার জন্য যথাযথ কর্তপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.