আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২৫
অনলাইন ডেস্ক :
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। একইসাথে তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানা যায়। তিনি বলেন, এদিন মামলাটি চার্জ শুনানির জন্য ছিলো। পরে পরীমণি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এমনকি অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়।
আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছেন এবং গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.