আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লক্ষ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে দাওয়া ব্রিকসে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৪ ধারায় এ জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এসময় তার সাথে ফুলপুর থানার এসআই আব্দুল খালেকসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.