আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সভার বক্তা দাওয়াত বিষয়ে আলোচনা
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের বক্তা দাওয়াত কতটুকু এগিয়েছে বা কতজন চূড়ান্ত হয়েছেন এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বাদ ইশা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতি ভাইয়ের মার্কেটের দ্বিতীয় তলায় মুসলিম বোরকা হাউজে অনুষ্ঠিত হয়।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়। তেলাওয়াত করেন ইসলামী আলোচক মুসলিম বোরকা হাউজের কর্ণধার হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ। এরপর সভা বাস্তবায়ন কমিটির সভাপতি ব্যবসায়ী নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে অনেকেই বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, মাওলানা ইবরাহীম, মাওলানা কেফায়াতুল্লাহ, মাওলানা আজিজুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম লিঠু, সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ইসলাম, বিল্লাল হোসেন, আতিক, সমন্বয়ক ইয়াসীন, এনামুল হাসান, মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক সহসভাপতি ফেরদৌস আমান, আজিজুল, আলম, লিপু প্রমুখ।
কয়েকজন বক্তাকে দাওয়াত দিয়ে চূড়ান্ত করা হয়েছে। আর বাকিদের ৬ জানুয়ারির মধ্যে চূড়ান্ত করার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়। এরপর একই স্থানে আগামী ৭ জানুয়ারি বাদ ইশা আবারও বক্তা চূড়ান্ত করা বিষয়ে আলোচনা সভা আহ্বান করা হয়েছে।
সবশেষে বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নানের মুনাজাতের পর ফার্ণিচার ব্যবসায়ী আলম ভাইয়ের সৌজন্যে দুইটি করে ডিম চিতই ও পান আপ্যায়ন করা হয় এবং সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.