আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার বওলা ইউনিয়নে কোমা বিল এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.