আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২৪
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ( ১ জানুয়ারি) উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলপুর পৌরসভার শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।সভায় ফুলপুর উপজেলা ছাত্রদলের সভাপতি একেএম সুজা উদ্দিন সুজা ও পৌর ছাত্রদলের আহবায়ক উমর ফারুক সরকারের যৌথ সঞ্চালনায় পৌর বিএনপির সাবেক সভাপতি মেয়র আমিনুল হক, জেলা কৃষক দলের সহসভাপতি ওয়াজেদুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, উপজেলা বিএনপি নেতা চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন ও মাহবুবুর রহমান মোস্তফাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার বলেন,
তৃণমূলের ভোটারদের ভোটে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হবে। প্রতিযোগিতার মধ্যে নেতা নির্বাচিত হলে সংগঠন শক্তিশালী হয় ও কর্মী মূল্যায়ন বাড়বে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.