আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে ও জনস্বাস্থ্যহানিকর অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন ২০১৩ -এর ০৪ ধারায় নাহিদ ব্রিকস ও যমুনা ব্রিক্সস নামক দুটি ইট ভাটায় মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এসময় ফুলপুর থানার এএসআই রুহুলসহ পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন। জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.