আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টঙ্গীতে সাদ পন্থীদের হামলায় তাবলীগের সাথীদের খুনের দায়ে ফুলপুরে বিক্ষোভ মিছিল
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
টঙ্গী বিশ্ব ইজতিমা ময়দানে সাদপন্থীদের হামলায় তাবলীগের ঘুমন্ত আমিনুল ইসলাম বাচ্চু (৫৫), বেল্লাল হোসেন (৬০), অজ্ঞাত ১জন ও তাইজুল ইসলাম (৭০) নামে ৪ সাথী হত্যা ও অসংখ্য সাথীদের আহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ফুলপুরের রাজপথে তরুণ আলেম সমাজ ও সর্বস্তরের তাওহীদী জনতার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মুহিউদ্দীন, মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা আতাউল্লাহ, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা কেফায়াতুল্লাহ, মুফতী উবায়দুল্লাহ, মাওলানা মাহদী হাসান, মাওলানা উবায়দুল্লাহ সাদ, হাফেজ মাওলানা শামছুল হক, হাফেজ মাওলানা আহমাদুল হক তামিম, মুনির, আরিফ প্রমুখ।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী ময়দানে এ ঘটনা ঘটে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.