আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আমার দেখা কামরুজ্জামান ভাই -পর্ব ১
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৪
মুহাম্মদ মুখলেছুর রহমান :
ক্বামারুজ্জামান (রহঃ) ভাইয়ের সাথে আমার পরিচয়ের বয়স অন্তত ৩০ বছর। খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। সময় সুযোগ পেলেই তাশরীফ রাখতেন আমার অফিসে কিংবা বাসায়। আলাপ আলোচনা হতো বিভিন্ন বিষয়ে।
জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর পান্ডিত্য ছিল অসাধারণ। তাঁর সান্নিধ্য উপভোগ্য ছিল। বক্তৃতায় ছিলেন অনলবর্ষী। মানুষজন তন্ময় হয়ে তাঁর বক্তব্য শুনতেন। প্রচুর পড়াশোনা করতেন। তাঁর ঢাকার বাসার একটি তলায় ছিল বিশাল ও সমৃদ্ধ এক লাইব্রেরি।
রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা করতেন। একটি জনপ্রিয় পত্রিকার সম্পাদক ছিলেন। একটি জনপ্রিয় ইলেকট্রনিক মিডিয়ারও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তুখোড় মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক তাঁর সহপাঠী ছিলেন। দু'জনই সমান নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছিলেন।
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিখ্যাত বরেন্য বহু রাজনীতিবিদের সাথে ছিল বন্ধুত্ব ও সখ্যতা।
উদার চিন্তা চেতনার অধিকারী মধ্যমপন্থী এই নেতা আধুনিক রাজনৈতিক অঙ্গনের সাথে ছিলেন বেশ মানানসই এক নজিরবিহীন ব্যক্তিত্ব।
(চলবে)
* লেখক :
চেয়ারম্যান, শরীয়াহ্ সুপার ভাইজারি বোর্ড অ্যাট এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড
ও
সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.