আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে বালিয়া মোড় টু আমুয়াকান্দা স্কুল পর্যন্ত পাকা সড়কে ভাঙন
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বালিয়া মোড় থেকে কলের বাড়ি ও কাজী বাড়ি হয়ে আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা সড়কটি বিভিন্ন জায়গায় ভেঙে গেছে।
ঢাকা-ফুলপুর আঞ্চলিক মহাসড়ক থেকে এই সড়কটিতে ঢোকার মুখেই রয়েছে বড় ভাঙন।

এর একটু সামনে গেলে কলের বাড়ির সামনে মেহগনি গাছ সংলগ্ন স্থানে সড়কের অনেকটা পাড় ভেঙে গেছে। আরেকটু সামনে যাওয়ার পর দুই জায়গায় সড়কের মাঝখান থেকে ইট, বালু ও সুরকি সরে গিয়ে কাঁচা রাস্তার মত মাটি বের হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। এছাড়া আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও অল্প ভাঙন আছে এবং বালিয়া মোড় থেকে আসা এই সড়কটি পয়ারী রোডে গিয়ে যুক্ত হয়েছে। পয়ারী রোড থেকে স্কুলে ঢোকার সড়কটি একটু নিচু হওয়ায় বৃষ্টির সময় সব পানি গড়িয়ে গিয়ে স্কুল আঙিনায় জমে। যে কারণে অল্প বৃষ্টিতেই আমুয়াকান্দা প্রাইমারি স্কুল মাঠ ডুবে যায়। শিক্ষার্থীদের তখন খেলাধুলা তো বটেই চলাচলেও সমস্যা হয়। এমনকি ক্লাস বন্ধ হয়ে যায়।

এছাড়া ফুলপুরের ঐতিহ্যবাহী এই আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে আশপাশের কিছু গাফেল মানুষ ওখানে ময়লা আবর্জনা ফেলে স্কুল আঙিনার পরিবেশ নষ্ট করছেন। স্কুল গেট ও এর আঙিনাকে ময়লার ভাগাড় বানিয়ে ফেলেছেন। ওই সড়কের ভাঙন সংস্কার করণসহ বিষয়টি দেখার জন্য ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও ফুলপুর পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের দৃষ্টি আকর্ষণ করছি।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.