আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. আব্দুল মান্নান :
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাবলীগ প্রিয় জনতা ও উলামা-মাশায়েখদের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ৫ আগস্ট সকাল ৯টায় ওই সমাবেশ শুরু হবে। চলবে দিনব্যাপী। ইতোমধ্যে এ সমাবেশের আওয়াজ সারা দেশে ভাইরাল হয়েছে। ৫ নভেম্বর সকাল ৯টার মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে আগের দিনই অনেকে চলে যাচ্ছেন। সারা দেশ থেকে আগত উলামায়ে কেরাম ও তাবলীগ প্রিয় তাওহীদী জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠবে সোহরাওয়ার্দী উদ্যান। ওখানে জায়গা নিয়ে বসতে চাইলে অবশ্যই আগের দিন রওনা করতে হবে। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা আ ফ ম খালিদ হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ তাবলীগের আমীর মুফতী জুবায়ের আহমাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ, শায়েখ সাজিদুর রহমান, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা খুরশিদ আলম কাসেমী, আল্লামা আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ, আল্লামা মনির হুসাইন কাসেমী, আল্লামা জুনাইদ আল হাবীব, চরমোনাইয়ের পীর আল্লামা সৈয়দ রেজাউল করিম, আল্লামা সৈয়দ ফয়জুল করিম, শায়খুল হাদীস আল্লামা মাহফুজুল হক, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, শায়েখ মুফতী আহমাদুল্লাহ, আল্লামা আব্দুর রব ইউসুফী, সিলেট, আল্লামা আব্দুল বাসেত খান, সিরাজগঞ্জ, আল্লামা নজরুল ইসলাম কাসেমী, মুফতী কেফায়াতুল্লাহ আজহারী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী নূর হুসাইন নূরানী, মুফতী হাসান জামিল, মুফতী হেদায়াতুল্লাহ আজাদী, মুফতী রেজাউল করিম আবরার, আল্লামা ফখরুল ইসলাম কাসেমী, কামরাঙ্গীরচর, মুফতী আরিফ বিন হাবিব, মুফতী আতাউল্লাহ আমীন, আল্লামা মঞ্জুরুল হল আফেন্দি, মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, কুয়াকাটা, আল্লামা শামসুদ্দুহা আশরাফী, মুফতী হারুন ইজহার, চট্টগ্রাম, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, মুফতী ফরিদ উদ্দিন মোবারক, ফেনী, মুফতী আলী হাসান উসামা, সিলেট, ক্বারী সাইদুল ইসলাম আসাদ, ঢাকা, মুফতী আব্দুল বাতেন কাসেমী, শিল্পী শেখ এনাম, সিলেট, মুফতী মেরাজুল হক মাজহারী, মিরপুর দারুল উলূম মাদরাসার শায়খুল হাদীস আল্লামা দিলাওয়ার হুসাইন, আল্লামা খলিল আহমাদ কাসেমী, হাটহাজারী, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, ময়মনসিংহ, আল্লামা নুরুল ইসলাম, আদিব হুজুর, মাওলানা রশিদুর রহমান, মাওলানা আবু তাহের নদভী, পটিয়া, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, খুলনা, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব দেওনা, মাওলানা আনোয়ারুল করীম, যশোর, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা জাফর আহমাদ, ঢালকানগর, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা ইউনুস, জুমাপাড়া, রংপুর, মাওলানা নুরুল হক, বটগ্রাম মাদ্রাসা, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আনাস, ভোলা, মাওলানা হেলাল উদ্দিন, ফরিদপুর, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, মাওলানা ইসমাইল নূরপুরী, ময়মনসিংহের আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদী, আল্লামা আব্দুল হক, মুফতী মাহবুবুল্লাহ কাসেমী, ফুলপুরের মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা মেরাজুল হক, মাওলানা আবু রায়হান, মাওলানা আওলাদ হোসেন, মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়াও মহাসমাবেশে ইসলাম প্রিয় সর্বস্তরের তাওহীদী জনতা ও দেশ বরেণ্য উলামায়ে কেরাম অংশ নেবেন বলে জানা গেছে।
জানা যায়, এবার বিশ্ব ইজতিমা নিয়ে ষড়যন্ত্র চলছে। সাদপন্থীরা আগে ইজতিমা করতে সরকারের নিকট দাবি তুলেছেন। পরে সংখ্যাধিক্যের ভিত্তিতে উলামায়ে কেরাম আগে ইজতিমা করার দাবি জানান। এরপর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, কারা সংখ্যায় বেশি তা আমরা বুঝবো কেমনে? কাজেই আপনারা উভয় দলের লোকজন পৃথক তারিখে ঢাকায় আসেন। পরে আমরা দেখবো। যারা সংখ্যায় বেশি তারাই বিশ্ব ইজতিমা আগে করবেন। সে হিসেবে উলামায়ে কেরামের ঢাকায় মহাসমাবেশে যোগদানের তারিখ ৫ নভেম্বর। সারা দেশের উলামায়ে কেরাম, তাবলীগী মুরুব্বি ও তাওহীদী জনতা এতে যোগদান করছেন। আমিও যাচ্ছি, ইনশাআল্লাহ। অতএব, আপনিও চলুন সোহরাওয়ার্দী উদ্যানে। আমাদের ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে ৫ হাজার সাথী ওই সমাবেশে অংশ নেবেন। ফুলপুর পৌরসভার শেরপুর রোড মোড়ে বাইতুন নূর জামে মসজিদের সামনে থেকে হায়েস গাড়ি যাবে। তালিকা হচ্ছে। যারা যেতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। ফুলপুর থেকে হায়েস বা প্রাইভেট কার ছাড়াও ১০০ বাস, ট্রাক যাওয়ার কথা রয়েছে।