আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বনেক মিডিয়া অ্যাওয়ার্ড পাচ্ছেন ১০ সম্পাদক ও ৫৭ সাংবাদিক
প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২৪
নিজস্ব সংবাদদাতা :
গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ পাচ্ছেন দশ সম্পাদক ও ৫৭ সাংবাদিক ।
আগামী ৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠান থেকে এ অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক। তিনি আরও বলেন, বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশবরণ্য সাংবাদিকগণ।
এ বিষয়ে সিনিয়র সাংবাদিক ওমর ফারুক বলেন, বনেক মিডিয়া অ্যাওয়ার্ডের পর এ ধরনের আয়োজন আরও বড় করে করা দরকার। এ্ অ্যাওয়ার্ড সাংবাদিক ও সম্পাদকদের মাঝে আরও অনুপ্রেরণা যোগাবে এবং তাদের উৎসাহিত করবে। ৮ ক্যাটাগরিতে মোট দশ সম্পাদক ও ৫৭ সাংবাদিককে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
তাদের মধ্যে বিডি২৪লাইভ ডটকমের প্রধান সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আসাদ, দৈনিক অধিকার সম্পাদক লেখক তাজবীর সজীব, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক- প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান, দৈনিক কক্সবাজারবাণীর সম্পাদক- প্রকাশক নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক গনধব্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক - প্রকাশক ইয়াকুব শিকদার, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক ও দৈনিক বর্তমান কথা'র সম্পাদক এটিএম গোলাম মোস্তাফাও রয়েছেন।
এছাড়াও অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে বিশেষ ভুমিকা রাখায় সারাদেশ থেকে যাচাই বাছাই করে ৮ ক্যাটাগরিতে ৫৭ জন সাংবাদিক পাচ্ছেন সেরা পুরস্কার।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.