আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুর ইউএনও এ. বি. এম. আরিফুল ইসলামের বদলিজনিত বিদায়
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম বদলিজনিত কারণে ফুলপুর থেকে বিদায় নিয়েছেন। উনাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে উনাকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
উনাকে বিদায়ী সংবর্ধনা জানায়, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, ভূমি অফিস, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, অফিসার্স ক্লাব, ইসলামিক ফাউন্ডেশন, আলেম উলামা, প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখা, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ফুলপুর ক্লিন সোসাইটি, স্বেচ্ছাসেবক সংগঠন, শিক্ষক সমিতি ও শুভসংঘসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা ও ব্যক্তি।
একই সাথে ফুল দিয়ে বরণ করা হয় নতুন ইউএনও সাদিয়া ইসলাম সীমাকে। এসময় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান প্রধানগণসহ সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, ওসি আব্দুল হাদি, বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, শাহ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.