আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বন্যার্তরা ভেঙে পড়বেন না, বিভিন্ন জায়গা থেকে ফুলপুরে, হালুয়াঘাটে, নালিতাবাড়িতে ত্রাণ যাচ্ছে
প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
বন্যার্তদের জন্য সুখবর। আপনারা ভেঙে পড়বেন না। আল্লাহর উপর ভরসা করুন। ইবাদতে মগ্ন থাকুন। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে। আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ থেকে ত্রাণের গাড়ি এসেছে। 'কিশোরগঞ্জ উলামা-ত্বলাবা' ব্যানারে এসব ত্রাণ বিতরণ করা হবে। তারা অনেক শুকনো খাবার নিয়ে এসেছেন।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরদোর সংস্কারের জন্য নগদ অর্থও নিয়ে এসেছেন। এসব ত্রাণ তারা বিতরণ করবেন ফুলপুরের সরচাপুরে ও মধ্যনগরে। হালুয়াঘাটের নড়াইল ইউনিয়নের খালপাড় এলাকায় ও নালিতাবাড়ির পোড়াগাঁও এলাকায়।

ত্রাণগুলো বিতরণের জন্য যারা এসেছেন তারা হলেন, মাওলানা এরশাদুল হক, মুফতী শহীদুল্লাহ্, মাওলানা কবীর আহমাদ, মাওলানা জিল্লুর রহমান, হাফেজ ইয়াসীর আরাফাত, মাওলানা কামরুজ্জামান প্রমুখ। তাদের রাহবার হিসেবে রয়েছেন কাজিয়াকান্দা আহম্মদিয়া মাদরাসার সাবেক মুহতামিম হাফেজ মুজিবুর রহমানের ছেলে হাফেজ মাওলানা ওলীউল্লাহ।
এছাড়া হালুয়াঘাটের দিকে আরও ত্রাণ নিয়ে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি কাড়াহা নূরে মদীনা মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আলমগীর হোসেন (আলম)। বৃহস্পতিবারে কুমিল্লা ও ফেনী থেকে ত্রাণ এসেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখা, আল ইত্তিহাদ, আস সুন্নাহ ও বিভিন্ন সংগঠন ত্রাণ বিতরণ করছেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারি সংস্থা, সংগঠন, স্বেচ্ছাসেবক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে প্রতিনিয়ত ত্রাণ যাচ্ছে। কাজেই আপনারা ভেঙে পড়বেন না। আল্লাহ তায়ালা অচীরেই এ বিপদ থেকে আপনাদের নিষ্কৃতি দান করবেন। যেসব ফসল বা মালামাল ভাসিয়ে নিয়ে গেছে সেগুলোও তিনিই পুষিয়ে দিবেন। আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার হুকুমগুলো পুরা করতে থাকুন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.