আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টানা বর্ষণে ও ভারত থেকে পাহাড়ি ঢলে প্লাবিত ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকা
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
গত দুদিন ধরে টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহত্তর ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মানুষের ঘর বাড়িতে ঢলের পানি ঢুকে পড়ায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকা বন্যা কবলিত হয়েছে। নালিতাবাড়ীর আমবাগান টু বারোমারী রোডে বেকিকুড়া ও পোড়াগাও এলাকায় মসজিদ মাদরাসায় পানি ঢুকে পড়েছে।

সড়কে বুক পানি। গরু ছাগলের চিন্তা তো আছেই শিশু, বৃদ্ধ ও মহিলাদের নিয়ে কে কোথায় উঠবেন ভেবে কূল পাচ্ছেন না। কেউ কেউ অঝর নয়নে কান্নাকাটি করছেন। বাড়িতে যেতে পারছেন না। সেখানে রোগী ও শিশুসহ অনেকে আটকা পড়েছেন বলে জানা গেছে। তারা ইঞ্জিন চালিত নৌকা চাচ্ছেন। একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
হালুয়াঘাট থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ ভাই বিভিন্ন এলাকা পরিদর্শনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। ওইসব ছবি থেকেও জানা গেছে, বন্যা পরিস্থিতির অবনতির কথা। টানা বর্ষণ নয় শুধু ওইসব এলাকায় টানা বিদ্যুৎহীনতাও বিরাজ করছে। ফলে ব্যাটারি চালিত যানবাহনগুলো বসে পড়েছে। যে যেখানে গিয়েছিল সেখানেই আটকে আছে। চলাচলের জন্য পাচ্ছে না গাড়ি ঘোড়া। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের এ পানি ফুলপুরের দিকেও ধেয়ে আসছে। ইতোমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফিশারী, পুকুর ডুবে যাচ্ছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। আল্লাহ সবাইকে হেফাজত করুক।
দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। হয়তো শীঘ্রই ত্রাণ সামগ্রীও পৌঁছতে পারে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.