আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানায় ইসলামী মহাসম্মেলন সম্পন্ন
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানায় ইসলামী মহাসম্মেলন ২০২৪ সম্পন্ন হয়েছে। দাওয়াতি মেহমানরা সবাই উপস্থিত ছিলেন। পীরে কামিল শায়খুল হাদীস মুফতী আজীমুদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে ও মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিকের সঞ্চালনায়

মাওলানা আজিজুল ইসলাম জালালী বলেন, জান্নাতে যেতে হলে, তায়াল্লুক মায়াল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, রাসূলের সাথে সম্পর্ক করতে হবে, কুরআনের সাথে সম্পর্ক করতে হবে, মা ও বাবার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তিনি বলেন, আল্লাহ তায়ালা ছিলেন, আছেন ও থাকবেন। আর এই গুণ যার মধ্যে নেই সে কখনো আল্লাহ হতে পারে না। যেমন- ফেরাউন ছিল, নেই, থাকবে না। নমরূদ ছিল, নেই এবং থাকবে না। এছাড়া তিনি অন্যের দোষ ধরার আগে নিজেদের দোষ দেখার প্রতি সচেতন করেন। তিনি বলেন, চালুন সূঁচকে বলে, তোমার ছিদ্রটার জন্য তোমাকে ভাল লাগে না। অথচ চালুনের নিজের যে শত শত ছিদ্র তা সে দেখছে না।

আল্লামা হাসান জামিল রাত পৌনে ১২টার দিকে বয়ান শুরু করেন। তিনি বলেন, আমাদের শত্রু বা দুশমন ৪টি। মজার বিষয় হলো, উর্দুতে দুশমন লিখতে লাগে দাল, শীন, মীম ও নূন। দাল দিয়ে দুনিয়া, শীন দিয়ে হয় শাইত্বান, মীম দিয়ে হয় মাখলুক ও নূন দিয়ে হয় নাফস। এগুলো যে মানুষের শত্রু বা দুশমন তা তিনি কুরআন সুন্নাহের আলোকে বুঝিয়ে দেন। এসময় সভার প্রধান অতিথি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দসহ উলামায়ে কেরামের অনেকে উপস্থিত ছিলেন। সবশেষে আল্লামা হাসান জামিলের মুনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.