আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ১৬ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ১৬ বোতল ভারতীয় মদসহ মো. আব্দুল খালেক (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফুলপুর থানার এসআই মোঃ সবুজ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ফুলপুর বাসট্যান্ড এলাকায় খোকন ভ্যারাইটিজের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে চেক করার সময় তাকে সন্দেহ হলে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটক আসামি আব্দুল খালেক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া (পোড়াগাঁও) গ্রামের মৃত নবাব আলীর পুত্র। তার নিকট থেকে আটক ১৬ বোতল মদের অনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামি আব্দুল খালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এরপর তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.