মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফুলপুর সরকারি কলেজ পরিদর্শন করেছেন। এসময় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, উপজেলা প্রশাসনের নিকট শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ছিল এবং সেগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে, শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো বাস্তবায়ন হয়েছে কি না সে বিষয়ে খোঁজ নিতে ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের লক্ষ্যে এবং কলেজের শিক্ষার পরিবেশ, মান ও সার্বিক উন্নয়নে কলেজ কর্তৃপক্ষকে সহায়তা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ফুলপুর সরকারি কলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম।

এসময় উনার সাথে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. একরাম হুছাইন ও অন্যান্য শিক্ষকমণ্ডলী, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভাতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে কলেজে পড়াশোনার পাশাপাশি খেলা ফিরাতে তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় শিক্ষার্থীদের দাবিসমূহের মধ্যে আইডি কার্ড বিতরণসহ কিছু ইতোমধ্যে বাস্তবায়ন করায় এবং অন্যান্য দাবিসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে গ্রহণকৃত পরিকল্পনা ও উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম অধ্যক্ষসহ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।