আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গোপালগঞ্জে বিএনপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ মিছিল
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
গোপালগঞ্জে বিএনপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আমুয়াকান্দা এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আমুয়াকান্দা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, গোপালগঞ্জে ১২ সেপ্টেম্বর এক প্রোগ্রাম শেষে নিজ বাড়িতে ফেরার পথে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরে হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। এসময় তার সহধর্মিনী গোপালগঞ্জ মহিলা দলের সভানেত্রী রওশনারা রত্না ও তার দুই ছেলেসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহত হন। সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশশেষে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, গুম খুন হত্যা করা শেষ হয়নি আওয়ামী সন্ত্রাসীদের। এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করার পরিকল্পনা করছে । এদেরকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহিংসতার রাজনীতি পছন্দ করে না। আমি প্রশাসনের ভাইদেরকে বলব, আপনারা খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি আর কাউকে হারাতে চাই না। এসময় ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহিবুল হক টুটুল, আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম কামাল, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান মোস্তফা, আজাহারুল ইসলাম, এনামুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাবিবুর রহমান, যুবনেতা শাহজাহান সিরাজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক সরকার, বিএনপি নেতা ফজলুল করিম, বিএনপি নেতা সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.