আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বন্যার্তদের জন্য ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের অনুদান প্রদান
প্রকাশের তারিখঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
দেশের দক্ষিণাঞ্চলের বন্যার্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক অনুদান দিলো ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) এ বাবদ সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহর হাতে তারা ৬৬ হাজার ৬০৫ টাকা তুলে দেন। এ ব্যাপারে সংগঠনের প্রধান উপদেষ্টা আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসান বলেন, সংগঠনটি এর আগেও বিভিন্ন জনহিতকর কাজে সহযোগিতা করে আসছে। আশা করি এবার আমাদের এ ক্ষুদ্র তহবিল আনন্দ মোহন কলেজের বড় তহবিলকে সমৃদ্ধ করবে এবং সামনের দিনে দ্বিতীয় শিফটে বন্যার্ত এলাকার মানুষদের জন্য আমরা আরও সহায়ক ভূমিকা পালন করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহ মোঃ মইনুদ্দীন স্যার, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবাশীষ চন্দ্র রায় স্যার, অত্র এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আকবর আলী আহসান, সভাপতি দেব দত্ত পাপাই, সহ-সভাপতি রাজিব মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নিশাত, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান , সাবেক সভাপতি ওবায়দুল হক, তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শিপন মিয়া, সাবেক সহসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম শাকিল, মাসুদ আল ফারাবী, শহিদুল ইসলাম স্বপন প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.